যুক্তরাষ্ট্রের কাছে যেসব গোয়েন্দা তথ্য আছে সে অনুসারে আজ বুধবারই ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসন চালাতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্টও এজন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। ভলোদিমির জেলেনস্কি আজকের দিনটিকে আগে থেকেই ঘোষণা করেছিলেন জাতীয় ঐক্যের দিবস বা ইউনিটি ডে হিসেবে। তার নাগরিকদের তিনি ইউক্রেনের পতাকা উড়ানো এবং দেশটির জাতীয় রঙ- নীল ও হলুদ ব্যাজ পরার আহবান জানিয়েছিলেন।
কিন্তু তার একদিন আগে মঙ্গলবার ক্রেমলিন ঘোষণা করেছে যে ইউক্রেনের সীমান্ত থেকে তাদের কিছু সৈন্য রুশ ঘাঁটিতে ফিরে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা দপ্তরের প্রকাশ করা ভিডিওতে দেখানো হয়েছে রেলওয়ের খোলা ওয়াগনে কিছু ট্যাংক এবং সাঁজোয়া গাড়ি তোলা হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় সামরিক যানবহর ক্রাইমিয়ার সেতু পার হয়ে চলে যাচ্ছে।
রাশিয়ার ঘোষণায় এখনও আশ্বস্ত হতে পারেনি ইউক্রেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের এই সিদ্ধান্তের ব্যাপারে তারা এখনও সন্দিহান।